বুধবার ১৬ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:
বিনিয়োগ ও শিল্পে সুষম প্রতিযোগিতা নিশ্চিতে সামঞ্জস্যপূর্ণ জ্বালানীর দর নির্ধারণের আহবান জানিয়েছে বিদেশী বিনিয়োগকারীরা ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও শিশুদের নিকট তামাক বিক্রয় নিষিদ্ধে প্রচারণা শুরু ঢাকায় হাবিব ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির সেলিম বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত জাতি বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৩৮ বিলিয়ন ডলার ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু অর্থায়নের ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধানে ব্যাংক কর্মকর্তাদের কঠোর হতে হবে: গভর্নর ‘বৈসাবি’উৎসব বাঙালী পাহাড়িদের মধ্যে কিভাবে এলো?

বাংলাদেশ ব্যাংক ৬টি ব্যাংকের সম্পদের গুণমান অডিট করার জন্য ২টি আন্তর্জাতিক অডিট ফার্ম নিয়োগ করেছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

বাংলাদেশ ব্যাংক ৬টি ব্যাংকের সম্পদের গুণমান অডিট করার জন্য ২টি আন্তর্জাতিক অডিট ফার্ম নিয়োগ করেছে

ঢাকা, জানুয়ারি ৬: অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে থাকা ছয়টি ব্যাংকের সম্পদের গুণমান অডিট করতে দুটি আন্তর্জাতিক সংস্থাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। দুটি সংস্থা হল আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) এবং কেপিএমজি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এ অডিটে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

যে ছয়টি ব্যাংকের অডিট হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

অন্যদিকে, (বিবি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনেরা শিখা বলেছেন, অডিটে যদি প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক অনিয়মের সঙ্গে এমডিদের কোনো সম্পৃক্ততা নেই তাহলে ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা এই ব্যাংকে যোগ দিতে পারেন।

তা না হলে এমডিরা আবার ব্যাংকে যোগ দিতে পারবেন না। তার মানে এই অডিটের ভিত্তিতে ৬টি ব্যাংকের এমডিদের বাধ্যতামূলক ছুটির ভাগ্য নির্ধারণ করা হবে।

তথ্য অনুযায়ী, ইওয়াই গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সম্পদের গুণমান অডিট করবে। কেপিএমজি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সম্পদের গুণমান অডিট করবে।

চারটি ব্যাংক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের মালিকানাধীন। আগস্টে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

এরই মধ্যে এডিবির একাধিক প্রতিনিধি বাংলাদেশ সফর করেছেন। তারা এসব ব্যাংকের সম্পদের মান পর্যালোচনার পরামর্শ দেন।

এরই মধ্যে এ বিষয়ে ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে বিবি। এ ছাড়া অডিট টিমকে সর্বোচ্চ সহায়তা দিতে ছয় ব্যাংকের চেয়ারম্যানদের বলা হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ও রোববার ছয় ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইচ মনসুরসহ শীর্ষ কর্মকর্তারা।

বৈঠকে এডিবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় নিরীক্ষকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

“প্রাথমিক পরিদর্শনের সময়, বেনামে এই ব্যাংকগুলি থেকে মোটা অঙ্কের অর্থ উত্তোলনের একটি চিত্র পাওয়া গেছে,” নাম প্রকাশ না করে বিবির একজন কর্মকর্তা বলেছেন।

এখন দুই আন্তর্জাতিক প্রতিষ্ঠানই খুঁজে বের করবে ঋণের লেনদেন, কারা দোষী ও সুবিধাভোগী। তারা (অডিট ফার্ম) এসব ব্যাংকের সম্পদের মানও নির্ধারণ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।

আরও পড়ুন