বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক খ্যাতিমান অর্থনীতিবিদ মোহাম্মদ জহুরুল ইসলামের ইন্তেকাল: বিআইআইটি-এর শোক নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন বাংলাদেশের ঐতিহাসিক শ্রম সংস্কার, বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ ফরেন এক্সচেঞ্জ বাজার স্থিতিশীল রাখতে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বিজিএমইএ এর স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ: আরও ৪টি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

প্রযুক্তিনির্ভর পরিবর্তন সময়ের দাবি, ক্লাউড ও এআই-এর ওপর জোর দিতে হবে, শিল্পে ডিজিটাল রূপান্তর অপরিহার্য: বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী

প্রযুক্তিনির্ভর পরিবর্তন সময়ের দাবি, ক্লাউড ও এআই-এর ওপর জোর দিতে হবে, শিল্পে ডিজিটাল রূপান্তর অপরিহার্য: বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী

বিশেষ প্রতিবেদক ঢাকা, ২৫ অক্টোবর: শিল্প ও ব্যবসায়িক খাতে প্রযুক্তিনির্ভর রূপান্তর এখন সময়ের অনিবার্য দাবি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অটোমেশন ও ডেটা-ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ক্লাউডভিত্তিক সমাধানের ওপর নির্ভরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি এসব কথা বলেন।

প্রযুক্তির গতিতে পরিবর্তন আনতে হবে বিসিআই সভাপতি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) এই যুগে প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, ঠিক সেভাবেই আমাদের শিল্প ও ব্যবসায়িক খাতেও পরিবর্তন আনতে হবে। ক্লাউড কম্পিউটিং বিশ্বব্যাপী ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। “প্রতিনিয়ত আমাদের ব্যবসা হুমকির মুখে পড়ছে। তাই ক্লাউড ব্যবহারের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিসিআই নিয়মিতভাবে শিল্পায়ন, বাণিজ্য ও ব্যবসা-বান্ধব আইন বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করছে এবং আজকের কর্মশালা তারই অংশ বলে জানান তিনি।

ডেটা সুরক্ষা ও সমন্বয় নিয়ে কাজ করছে সরকার: আইসিটি সচিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি তার বক্তব্যে দেশের মানুষের ডেটা সুরক্ষা ও সাইবার নিরাপত্তার জন্য আইসিটি বিভাগের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।

আইসিটি সচিব বলেন, “আমরা একাডেমিশিয়ান, বেসরকারি খাত ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় তৈরি করে বাস্তবসম্মত আইন ও নীতিমালা প্রণয়নে কাজ করছি।”

তিনি সরকারি দপ্তরগুলোর সেবা প্রদানের পদ্ধতিতে স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিশ্চিত করার ওপর জোর দেন এবং দেশের ডিজিটাল রূপান্তরে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

কর্মশালায় আলোচক ও অংশগ্রহণকারী কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিরজোক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত রহমান, যিনি ক্লাউড কম্পিউটিং নিয়ে প্রেজেন্টেশন দেন। এছাড়া, জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থার প্রাক্তন মহাপরিচালক মো. খায়রুল আমিন অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে সাইবার সিকিউরিটি মেজারস নিয়ে বক্তব্য দেন।

এতে বিসিআই’র সদস্যসহ বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালার শেষে বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিআই’র সেক্রেটারি জেনারেল ড. মো. হেলালউদ্দিন।