ঢাকা, সেপ্টেম্বর ২৪: বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ডঃ আহসান এইচ মনসুর বলেছেন যে ব্যাংকিং খাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই কারণ সমস্যাগ্রস্থ ব্যাংকগুলি আর দুর্বৃত্ত মালিকানার অধীনে নেই এবং আমানত এখন ইতিবাচক প্রবণতায় ফিরে আসছে।
তিনি আরও বলেন, বর্তমানে তারল্য সংকটের মুখে থাকা এসব ব্যাংকের নিট আমানত ইতিবাচক। তিনি গ্রাহকদের এ সময় ব্যাংক থেকে অপ্রয়োজনীয় টাকা তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেন।তিনি উল্লেখ করেন, গতকাল (২২ সেপ্টেম্বর) এসব ব্যাংকের নিট আমানত ৮১০ কোটি টাকা পজিটিভ ছিল। অর্থাৎ, টাকা তোলার পরিমাণ আমানতের পরিমাণের চেয়ে কম।সোমবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।ড. মনসুর বলেন, ব্যাংক বন্ধ নয়, তবে কিছু ছোট ব্যাংককে একীভূত করার চিন্তাভাবনা রয়েছে। পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে।ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহে আবারও নীতিগত হার বাড়াবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এরপর আগামী মাসে আরও কিছুটা বাড়বে। বর্তমানে পলিসি সুদের হার ৯ শতাংশে দাঁড়িয়েছে।