বুধবার ১৬ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:
বিনিয়োগ ও শিল্পে সুষম প্রতিযোগিতা নিশ্চিতে সামঞ্জস্যপূর্ণ জ্বালানীর দর নির্ধারণের আহবান জানিয়েছে বিদেশী বিনিয়োগকারীরা ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও শিশুদের নিকট তামাক বিক্রয় নিষিদ্ধে প্রচারণা শুরু ঢাকায় হাবিব ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির সেলিম বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত জাতি বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৩৮ বিলিয়ন ডলার ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু অর্থায়নের ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধানে ব্যাংক কর্মকর্তাদের কঠোর হতে হবে: গভর্নর ‘বৈসাবি’উৎসব বাঙালী পাহাড়িদের মধ্যে কিভাবে এলো?

ওয়ারেন বাফেট জাপানে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ঢাকা, ৩ মার্চ:-বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির বিপুল নগদ রিজার্ভ নিয়ে বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছেন ওয়ারেন বাফেট। কোম্পানির চেয়ারম্যান ও কিংবদন্তি বিনিয়োগকারী বাফেট জানিয়েছেন, এই তহবিল কৌশলগতভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা হবে। এছাড়াও, জাপানে বড় আকারের বিনিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তিনি। 

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩ মার্চ) এই তথ্য প্রকাশিত হয়েছে। ওয়ারেন বাফেট প্রতি বছর মার্চ মাসে বিনিয়োগকারীদের উদ্দেশে একটি বার্ষিক চিঠি লেখেন। এবারও তিনি সেই রীতি অনুসরণ করেছেন। চিঠিতে তিনি বার্কশায়ার হ্যাথাওয়ের ৩২১.৪ বিলিয়ন ডলার (৩২ হাজার ১৪০ কোটি ডলার) নগদ রিজার্ভ নিয়ে শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেছেন। অনেকেই আশঙ্কা করছিলেন যে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। তবে বাফেট স্পষ্ট করেছেন যে এই অর্থ কোনোভাবেই অলস থাকবে না। বরং, এটি ব্যবহার করে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে কোম্পানির উন্নয়ন ত্বরান্বিত করা হবে। 

যদিও কোম্পানির নগদ রিজার্ভ বেড়েছে, তবুও বাফেট জানিয়েছেন যে বার্কশায়ার হ্যাথাওয়ে মূলত ইকুইটি বিনিয়োগেই মনোনিবেশ করবে। নগদ রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও, কোম্পানির বিনিয়োগের বেশিরভাগ অংশ ইকুইটিতেই রয়েছে এবং ভবিষ্যতেও এই কৌশল পরিবর্তনের কোনো ইচ্ছা নেই। গত দুই প্রান্তিকে বাফেট স্টক বাই ব্যাক না করার ঘটনা থেকে বিশ্লেষকরা অনুমান করছেন যে তিনি কোম্পানির শেয়ারকে অবমূল্যায়িত বলে মনে করছেন না। 

জাপানে বিনিয়োগের পরিকল্পনা নিয়েও বাফেট কিছু ইঙ্গিত দিয়েছেন। তিনি ইতোমধ্যে জাপানের পাঁচটি বৃহৎ ট্রেডিং প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইতোচু, মারুবেনি, মিৎসুবিশি, মিতসুই এবং সুমিতোমো। এসব কোম্পানি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করে, যার মধ্যে ভোগ্যপণ্য, জাহাজ এবং ইস্পাত উল্লেখযোগ্য। বাফেটের পরিকল্পনা হলো জাপানের অর্থনীতিতে আরও গভীরভাবে জড়িত হওয়া এবং এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ বৃদ্ধি করা। ২০২৪ সালের শেষ নাগাদ বার্কশায়ারের এই প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৫ বিলিয়ন ডলারে (২ হাজার ৩৫০ কোটি ডলার)। 

২০২৪ সালে বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির বাজার মূলধন প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার (এক লাখ কোটি ডলার) অতিক্রম করেছে। বাফেট এই সাফল্যের কৃতিত্ব সাধারণ বিনিয়োগকারীদের দিয়েছেন। তবে গত বছর কোম্পানিটির মুনাফা প্রায় ৭০০ কোটি ডলার কমেছে।

আরও পড়ুন